• Latest News

    হে যুবক তুমি -মুহিব খান


    হে যুবক তুমি
    -মুহিব খান
    ------------
    হে যুবক তুমি বাঙ্গালী হও
    কিংবা ইন্ডিয়ান,
    কিবা জার্মান,
    জাপানী কিংবা চাইনিজ,
    রাশিয়ান,
    স্প্যানিশ,
    ড্যানিশ,ফরাসী কিংবা ব্রিটিশ,
    আমেরিকান,
    আরবী,আজমী,ইরানী
    তুরানী,তুর্কী বা আফগান...
    মুসলমান, মুসলমান, তুমিতো..
    মুসলমান >২
    তুমি সাদা কিবা কালো হও
    দেখো রক্ত তোমার লাল,
    সুখী হও কিবা দুঃখী হও
    রেখো ঈমান নির্ভেজাল।(২)
    কাছে রও কিবা দূরে রও তবু
    ক্বাবাই তোমার ঘর,
    শ্লোগানে তোমার
    কেঁপে উঠে আজো পৃথিবীটা থরোথর..
    (২)
    মৃত্যু তোমায় জানায় সালাম
    দূরে থাকে শয়তান....
    মুসলমান, মুসলমান, তুমিতো..
    মুসলমান >২
    হতে পারো তুমি প্রাচ্যের
    কিবা হতে পারো প্রতিচীর,
    হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির
    (২)
    যদি শুনে থাকো কোথাও
    কখনো মজলুমানের ডাক...
    গৃহ,পরিবার, প্রেয়সী, বন্ধু
    পড়ে থাক পড়ে থাক... (২)
    ছুটে যাও আগে দুর্বার
    বেগে জিহাদের ময়দান....
    মুসলমান, মুসলমান, তুমিতো..
    মুসলমান >২
    রক্তে তোমার
    যদি জ্বলে থাকে শাহাদাতের
    আগুন,
    লাখো শহীদের
    খুনরাঙ্গা পথে ঢালো কলিজার
    খুন। (২)
    চেয়ে দেখো আজ
    এসেছে আবার দিন বদলের
    দিন..
    নয়া জমানার
    মিনারে মিনারে ডাকিছে মোয়াজ্জিন...
    ছুড়ে ফেলো সব মায়ার বাঁধন
    জীবনের পিছুটান....
    মুসলমান, মুসলমান, তুমিতো..
    মুসলমান >২
    হে যুবক তুমি বাঙ্গালী হও
    কিংবা ইন্ডিয়ান,
    কিবা জার্মান,
    জাপানী কিংবা চাইনিজ,
    রাশিয়ান,
    স্প্যানিশ,
    ড্যানিশ,ফরাসী কিংবা ব্রিটিশ,
    আমেরিকান,
    আরবী,আজমী,ইরানী
    তুরানী,তুর্কী বা আফগান...
    মুসলমান, মুসলমান, তুমিতো..
    মুসলমান >২

    Video Link · হে যুবক তুমি...(মুসলমান মুসলমান)-মুহিব খান
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হে যুবক তুমি -মুহিব খান Rating: 5 Reviewed By: JKL
    Scroll to Top