1. Open Internet Browser > Browse www.xampp > New Vir: Download
2. install
3. Open control Panel
4. Open c:drive > xampp > htdocs এর ভেতরে wp অথবা ইচ্ছামত নাম দিয়ে ফোল্ডার তৈরী করা যাবে যে নামটি হবে আপনার নতুন website name. এখন এই নতুন ফোল্ডার এর ভিতর আগের তৈরী করা project এর html, css, js সহ সকল ফোল্ডার ও ফাইল past করতে হবে।
5. browser থেকে Localhost/wp(অথবা ইচ্ছামত নাম দিয়ে তৈরী করা ফোল্ডার) লিখে এন্টার চাপলেই আপনার তৈরী html, css, js যোক্ত project টি website এর মত open হবে।
২য় ধাপঃ-
1. Open Internet Browser > Browse www.wordpress.org থেকে Download করে extract করলে wordpress নামের ফোল্ডার পাওয়া যাবে সেটি c/xampp/htdocs এর ভিতরে past করতে হবে এবং wordpress লিখা ফল্ডারের নাম পরিবর্তন করে নিজের ইচ্ছামত নাম দিলাম যেমন নাম দিলাম bdnews242. ব্রাউজার থেকে localhost লিখে এন্টার চাপলে xampp ব্রাউজার ওপেন হবে সেখান থেকে phpmyadmin সেলেক্ট করে নতুন database তৈরী করতে হবে। database name দিতে হবে wordpress এর rename করা ফল্ডারের নামের মত যেমনঃ bdnews24
3. browser থেকে Localhost/bdnews24 লিখে এন্টার চাপতে হবে > lets go তে ক্লিক করতে হবে।
নতুন window আসবে এখান থেকে
database name বক্সে bdnews24
username বক্সে root
password বক্সেকে খালি রাখতে হবে
এখন submit > run the install
4. নতুন window আসবে সেখানে
site title বক্সে website এর নাম
username বক্সে ইচ্ছামত নাম
password বক্সে ইচ্ছামত
e-mail বক্সে ইচ্ছামত বসাতে হবে। তবে তা মনে রাখতে হবে।
এখন install wordpress এ ক্লিক করলেই কাজ শেষ।
ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে গেল।
5. browser থেকে Localhost/bdnews24/wp-login.php লিখে এন্টার চাপলে উপরের ফরম ফিলাফের সময় দেয়া username ও password দিয়ে এন্টার চাপলেই wordpress editor ওপেন হবে।
0 comments:
Post a Comment