• Latest News

    ইন্টারনেট শেয়ার করুন এন্ড্রয়েড মোবাইল থেকে পিসিতে বা পিসি থেকে মোবাইলে

    Wi-fi Hotspot:

    এন্ড্রয়েড ফোন/ট্যাবলেটে ওয়াই-ফাই হটস্পট নামক একটি ফিচার আছে যার মাধ্যমে আপনি মোবাইল অপারেটরের ডাটা কানেকশন শেয়ার করতে পারবেনএটি চালু করার জন্য প্রথমে নেট কানেকশন চেক করে নিনতারপর Settings > Wireless & networks > More.. > Tethering and portable hotspot এ গিয়ে Portable Wi-Fi Hotspot চালু করুনইচ্ছা করলে Configure Wi-fi hotspot এ গিয়ে সেটিংস চেঞ্জ করতে পারেন, যেমনঃ পাসওয়ার্ড দেওয়া যাতে আপনি ছাড়া আর কেউ কানেক্ট করতে না পারে
    এছাড়া নিচের অ্যাপসগুলোর মাধ্যমেও ওয়াই-ফাই টেথার করা যায়ঃ
    ·                                 Wi-Fi Hotspot/Wi-Fi Tether
    ( এটা দিয়ে ইউএসবির মাধ্যমে পিসিতেও নেট কানেকশন দেওয়া যায় )
    ·          Easy WiFi Tethering
    ·          Barnacle Wifi Tether ( এটা ব্যবহারে রুট এক্সেস প্রয়োজন )
         Wireless Tether for Root Users
         WiFi Tethering 

    Bletooth Tethering:

    এন্ড্রয়েড ডিভাইসগুলোতে ব্লুটুথের মাধ্যমেও টেথারিং করা যায়এর জন্য নেট কানেকশন চালু করে ডিভাইসের Settings > Bluetooth অপশনে গিয়ে ব্লুটুথ অন করুনতারপর Settings > Wireless & networks > More.. > Tethering and portable hotspot এ গিয়ে Bluetooth Tethering অপশন চালু করে দিন
    এরপর যে ডিভাইসের সাথে টেথার করতে চান, ব্লুটুথ লিস্ট থেকে সেই ডিভাইসটি সিলেক্ট করে ব্লুটুথ টেথারিং চালু করুন

    Pdanet:

    যদি আপনার ফোন বা ট্যাবলেটের নেট কানেকশন শেয়ার করতে চান তাহলে আপনাকে Pdanet Tablet  ইনস্টল করতে হবেএই এপ্লিকেশনের মাধ্যমে wi-fi এবং Bluetooth দিয়ে নেট শেয়ার করা যায়সেট রুট করার দরকার নেইএন্ড্রয়েড ২.২ থেকে উপরের সব ভার্শন সাপোর্টেড
    যদি মোবাইল অপারেটরের নেট শেয়ার করতে চান তাহলে wi-fi এবং Bluetooth দুটোর মাধ্যমেই শেয়ার করতে পারবেনকিন্তু ওয়াই-ফাই কানেকশন শেয়ার করার জন্য ব্লু-টুথ ব্যবহার করতে হবে

    FoxFi:

    Pdanet এর সাথে এটাও ব্যবহার করা যায়অনেক সময় ট্যাবলেট থেকে নেট শেয়ার করার সময় ফোনে এই অ্যাপটি ইন্সটল করা লাগতে পারে

    BlueDUN:

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইন্টারনেট শেয়ার করুন এন্ড্রয়েড মোবাইল থেকে পিসিতে বা পিসি থেকে মোবাইলে Rating: 5 Reviewed By: JKL
    Scroll to Top